• ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে টাস্কফোর্সের অভিযানে ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ! আটক ২

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২৫

ছাতক প্রতিনিধি:

ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের সোনাই নদী ও আশপাশ বনাঞ্চলে টাস্কফোর্সের পৃথক অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস, থানার এসআই গোলাম সারওয়ার, বিট কর্মকর্তা আয়ুব আলী, নোয়াকোট বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আটককৃতরা, উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাংপাড় নোয়াকোট গ্রামের হাবিবুর রহমান (৩৭) ও বৈশাকান্দি গ্রামের ফজর আলী (২০)।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একই দিন সকাল ৮টার দিকে ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর মৌজার সিএস দাগ নং ২৫৬-এর ‘আবদালি’ এলাকায় আবারও অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে তিনটি বড় বাল্কহেড ও একটি অনুমোদনহীন ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে বন বিট কর্মকর্তা মো. আইয়ুব খান ও স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে মালামাল গুলো জব্দ করে সরকারি জিম্মায় রাখা হয়। পরবর্তীতে জব্দকৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।