সিলেট প্রতিনিধি:
আগামী তিন মাসের মধ্যে সিলেট বিভাগে সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য যেসব ইউনিটে কমিটি গঠন হয়নি সে ইউনিটগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্মেলন ও কাউন্সিল করে কমিটি গঠনের তাগিদ দিয়েছেন
তিনি। একইসঙ্গে দলের সুনাম ক্ষুণ্ন হয় সে রকম কর্মকাণ্ড থেকে যাতে নেতাকর্মীরা বিরত থাকেন সে ব্যাপারে কঠোর নজরদারি করার কথাও বলেছেন। যারা দলের নির্দেশনার বাইরে গিয়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়াবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি।
বুধবার বিকালে ঢাকায় দলীয় কার্যালয় থেকে সিলেট বিভাগ বিএনপি’র অধিভুক্ত ৫ ইউনিট সিলেট,হবিগঞ্জ,সুনামগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট মহানগরের নেতাদের সঙ্গে অন লাইন মাধ্যমে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান । বৈঠকে অংশ নেয়া নেতারা জানিয়েছেন-সব ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেন তিনি । এ সময় সিলেটের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ্ সিদ্দিকী উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুলত সাংগঠনিক বিষয়ে নিয়ে সব ইউনিটের নেতাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। বৈঠকে তিনি প্রতিটি ইউনিটের সাংগঠনিক অবস্থার খোঁজ-খবর নেন। এরপর নেতাদের প্রতি তিনি পৃথক নির্দেশনা দিয়েছেন।
তারা আরো বলেন- সিলেট জেলা ও নগর বিএনপি ছাড়া বাকি তিন জেলার বিএনপি বর্তমানে আহ্বায়ক কমিটি দিয়ে চলছে। দ্রুততম সময়ের মধ্যে ওই তিন জেলায় সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে যদি ইউনিটের অধিভুক্ত কোনো ইউনিটের সম্মেলন ও কাউন্সিল করার বাকি থাকে সেগুলোও করার নির্দেশনা দিয়েছেন। বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ জানান,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠক হয়েছে সেটি মুলত সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০ শে আগস্টের মধ্যে হবিগঞ্জ,১৫ই সেপ্টেম্বরের মধ্যে মৌলভী বাজার ও ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে সুনামগঞ্জের সম্মেলন করার নির্দেশনা দিয়েছেন।