filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;
ছাতক প্রতিনিধি:
ছাতক পৌরসভার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে।রোববার পৌর সভার মিলনায়তনে ২০২৫- ২০২৬ অর্থ বছরের জন্য নতুন বাজেট ঘোষণা করা হয়। পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের পরিচালনায় আনুষ্ঠানিক ভাবে ৫৪ কোটি,৮৩ লক্ষ, ৮৪ হাজার,৩৪৭ টাকার এ নতুন বাজেট ঘোষণা করা হয়।
বাজেটে সর্বমোট ৫৪ কোটি,৮৩ লক্ষ,৮৪ হাজার,৩৪৭ টাকা আয় ও ৫২ কোটি, ৮৮ লক্ষ, ৫৯ হাজার ৫৯৪ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে উদৃত্ত্ব তহবিল দেখানো হয়েছে ১ কোটি, ৯৫ লক্ষ, ২৪ হাজার ৭৫৩ টাকা।
বাজেটে প্রস্তাবিত রাজস্ব তহবিলে ১০ কোটি ২৪হাজার ৭৫৩ টাকা আয় ও ৮ কোটি ৫ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন তহবিলের ৪৪ কোটি, ৮৩ লক্ষ, ৫৯ হাজার, ৫৯৪ টাকা আয় এবং ৪৪ কোটি, ৮৩ লক্ষ, ৫৯ হাজার ৫৯৪ টাকা ব্যয় ধরা হয়েছে।
এসময় উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো.আইনুল ইসলাম ভুইয়া, পৌর সভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, হিসাব রক্ষন কর্মকর্তা কুলসুমা বেগম, কর আদায়কারী মো. জামাল উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. সামসুর রহমান বাবুল ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।