filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 47;
ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক গোবিন্দগঞ্জ রেলওেয়ে সড়কের পাশে গড়ে বৈধ অবৈধ দুু’শতাধিক বাসা বাড়ী ও দোকান কোঠা উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বিকেল প্রর্যন্ত ছাতকের গোবিন্দগঞ্জ এলাকায় এউচ্ছেদ অভিযান করা হয়।
জানা যায়, সিলেট ছাতক রেলওয়ে সড়ক সংস্কারের জন্য গোবিন্দগঞ্জে রেলওয়ে লাইনের পাশে গড়ে ওঠা বৈধ অবৈধ প্রায় দুই শতাধিক বাসা বাড়ী ও দোকান কোঠায় উচ্ছেদ অভিযান করেছে সংশ্লিষ্ট বিভাগ।
অভিযানে রেলওয়ে সড়কের দুই পাশের বৈধ অবৈধ দোকান, বাসা বাড়ী টিনের ঘর, টিনের বেড়া, পাকা, আধা পাকা দালান ঘর ও দ্বিতল ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এসময় বাংলাদেশ রেলওয়ে ঢাকার বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (রেলওয়ে ভূমি ও ইমারত) ডেপুটি কমিশনার (উপসচিব) মো: নাসির উদ্দিন মাহমুদ, ছাতক উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাছের, বাংলাদেশ রেলওয়ে সিলেটের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী সৈয়দ মো: আজমাঈন মাহতাব, উর্ধতন উপসহকারী প্রকৌশলী (কার্য) মো: রেজাউল হক, উর্ধতন উপসহকারী প্রকৌশলী (অর্থ) মোজাম্মেল হক, জিআরপি সিলেট থানার ওসি আব্দুল কুদ্দুস। সেনাবাহিনী, পুলিশ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।