বিবিএন নিউজঃ
ছাতকের কৈতকে গলায় ফাঁস লাগিয়ে আছমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বুধবার (২০নভেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার রাজনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আছমা বেগম রাজনপুর গ্রামের কাতার প্রবাসী মিলাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ২০ নভেম্বর দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁ*স লাগিয়ে আ*ত্ম*হ*ত্যা করেন আছমা বেগম। তাৎক্ষণিক তার মৃ*ত্যু*র কারণ জানা যায়নি।
সংবাদ পেয়ে জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশের এসআই শফিকুর রহমান মর*দেহ উ*দ্ধা*র করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল ম*র্গে পাঠিয়েছেন।
নিহত আছমা বেগমের বাবার বাড়ি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান মাঝপাড়া গ্রামে।