• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

আগুনে পুড়ে ঘুমন্ত চার বোনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত মে ২, ২০২৩
আগুনে পুড়ে ঘুমন্ত চার বোনের মৃত্যু

বিবিএন ডেস্ক: আগুনে পুড়ে ঘুমন্ত চার শিশুকন্যার মৃত্যু হয়েছে ভারতের বিহারে। রাজ্যের মুজাফফরপুরের একটি বাড়িতে সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবর, রাতে বিছানায় শুয়ে ঘুমোচ্ছিল চার শিশু। হঠাৎ ঘরটিতে আগুন লেগে যায়। ভেতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় আটকেপড়া ওই চার শিশুর।

মৃত শিশুরা হলো- সোনি কুমারী (১২), শিবানী কুমারী (৮), অমৃতা কুমারী (৫) এবং রিতা কুমারী (৩)। তারা স্থানীয় বাসিন্দা নরেশ রামের কন্যা।

পুলিশ জানিয়েছে, নরেশের বাড়িতে কীভাবে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। আগুন দ্রুত আশপাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে। এতে সাতজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।