• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটের লালবাজারে ৪ মণ ওজনের বাঘা আইড়

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৫, ২০২৩
সিলেটের লালবাজারে ৪ মণ ওজনের বাঘা আইড়

বিবিএন ডেস্ক:সিলেটের কুশিয়ারা নদীতে চার মণ ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাছটি বিক্রির জন্য সিলেট নগরীর লালবাজারে তুলেন মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন। তিনি জানান, আজ বুধবার মাছটি কেটে কেজি ধরে বিক্রি করবেন।

এদিন সকালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ এলাকায় জেলের জালে ধরা পড়ে চার মন ওজনের বাঘাইড় মাছ। সেখান থেকে কিনে নিয়ে আসেন ব্যবসায়ী আনোয়ার। মাছটি দেখার জন্য অনেকেই বাজারে ভিড় করছেন।

মৎস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, এত দাম দিয়ে আস্ত মাছটি কেউ কিনবে না। ফলে কেটে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মাছটি কেটে কেজি দরে বিক্রি করব। আশা করি, দুই হাজার টাকা কেজি দরে মাছটি বিক্রি করতে পারবো।

এর আগে ২০২১ ও ২০২২ সালে কুশিয়ারা নদীর জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ এলাকায় অন্তত চারটি বাঘাইড় মাছ ধরা পড়ে। যার ওজন ১০০ কেজি থেকে ১৫০ কেজি ওজনের।

ব্যবসায়ীরা জানান, প্রতি বছরই এক থেকে দুইটি বাঘাইড় মাছ কুশিয়ারা নদীতে ধরা পড়ে।