• ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি

নিউইয়র্ক সিটি মেয়র কর্তৃক মুফতী ক্বাসিমী কে সম্মাননা প্রদান

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২২
নিউইয়র্ক সিটি মেয়র কর্তৃক মুফতী ক্বাসিমী কে সম্মাননা প্রদান

 

বিবিএন ডেস্ক:আমেরিকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় ম্যাগাজিন ‘টাইম ম্যাগাজিন’ বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের নাম প্রকাশ করে। সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে ব্যাপক অবদান রাখায় বাছাইকৃত ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান ও জীবনী প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় টাইম ম্যাগাজীনে মুফতী ক্বাসিমীর জীবনী ফিচার প্রকাশ করে নভেম্বর মাসে। এ দিকে গতকাল Long Island Marriott হোটেলের বলরুমে প্রায় তিন শতাদিক মুসলিম কমিউনিটি লীডারদের উপস্হিতিতে নিউইয়র্কের মুসলিম কমিউনিটিতে আর্থ সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনক এর প্রেসিডেন্ট মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী ও বাসমাহ ফাউন্ডেশন এর সিইও মীর সাখাওয়াত হুসাইন কে কালচারাল সেন্টার ম্যানহাটন এর ইমাম ড. জাকির হোসেনের পরিচালনায় সম্মাননা প্রদান করা হয়। নিউইয়র্কের সিটি মেয়র এরিক অ্যাডামস এর পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন, মসজিদ মিশন সেন্টারের ইমাম, মাওলানা মনজুরুল করিম, দারুল উলুম নিউইয়র্ক এর মুহাদ্দিস শায়খ ফয়সাল জালালী, বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খান শাহিন, বায়তুল মাল সম্পাদক মাওলানা আশরাফ উদ্দিন প্রমুখ। উল্লেখ্য আন্তর্জাতিক সেবা সংস্হা বাসমাহ বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের জন্যে ফান্ড রাইজিং এর আয়োজন করেছিল যেখানে আন্তর্জাতিক ইসলামী স্কলারবৃন্দ উপস্হিত ছিলেন বিশেষ করে প্রধান অতিথি হিসেবে ডক্টর ইয়াসির ক্বাজী উপস্হিত ছিলেন।উল্লেখযোগ্য পরিমান ফান্ড সংগ্রিহিত হয়। মুফতী ক্বীসিমী সকল আন্তর্জাতিক স্কলারবৃন্দ ও ডক্টর ইয়াসির ক্বাজীর সাথে কুশলাদি বিনিময় করেন ।