• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২২
ছাতকে উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভা

 

নিজস্ব প্রতিবেদক::
ছাতক উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির এক সভা বুধবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, ছাতক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ইব্রাহীম মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, গয়াস আহমদ, অদুদ আলম, সাহাব উদ্দিন সাহেল, বিল্লাল আহমদ, এড. সুফি আলম সুহেল, সাইফুল ইসলাম, আবুল হাসনাত, আবু বকর, আব্দুল হক, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য, হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি হরি দাস রায়, মনিপুরী কল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, জাহাঙ্গীর আজাদ, উপজেলা পরিষদ মসজিদের ঈমাম মাওলানা নুরুল হক প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পল্লী সঞ্চয়ক ব্যাংকের ব্যবস্থাপক রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, এলজিইডি’ র সহকারি প্রকৌশলী দেবাশীষ রায়, সিরাজুল ইসলাম (পবিস), ইউআরডিও প্রনব লাল দাস, খাদ্য নিয়ন্ত্রক পিনাক পানি ভট্টাচার্য, তথ্য আপা সাবিহা মুস্তারিসহ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ইমাম, শিক্ষার্থীও হিন্দু সম্প্রদায়ের লোকজন।