• ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই রজব, ১৪৪৬ হিজরি

বন্যায় সুনামগঞ্জে কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৪, ২০২২
বন্যায় সুনামগঞ্জে কৃষি খাতে শত কোটি টাকার ক্ষতি
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জ জেলার কৃষি খাতেও মারাত্মক ক্ষতি হয়েছে। আউশ ও সব্জি খেতের ক্ষতি টাকার অংকে শত কোটি টাকা। এ ক্ষতি পোষাতে সরকার প্রণোদনা প্রদান করবে বলে জানান সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জ জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর অফিস জানায়, সুনামগঞ্জ জেলায় ২০২২- ২৩ মৌসুমে আউশ ধানের( রোপা)(ক্ষয়ক্ষতির নিমজ্জিত হওয়ার ) তালিকা নিম্ন রুপ- জেলার মোট দন্ডায়মান আউশ ধানের( রোপা)জমির পরিমাণ ১২৮১৩ হেক্টর। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত জমির পরিমাণ ১১৪০৩ হেক্টর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৩৯৮৭ হেক্টর। আংশিক ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৭৪১৬ হেক্টর।  আংশিক ক্ষতির শতকরা হার ২৯%। মোট ক্ষতির পরিমাণ চালে ১২২৫০ মেট্রিকটন। ক্ষতির পরিমাণ টাকার অংকে ৪৯ কোটি  টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ২৮৭৬৫  জন।
সুনামগঞ্জ জেলার ২০২২-২৩ মৌসুমে মোট দন্ডায়মান সব্জি ফসলের জমির পরিমাণ ২৮২০ হেক্টর।  অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নিমজ্জিত জমির পরিমাণ ২৪০০ হেক্টর। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৮৬৫  হেক্টর।  আংশিক ক্ষতির পরিমাণ ১৫৩১ হেক্টর।  আংশিক ক্ষতির শতকরা হার ১৮%। মোট ক্ষতির পরিমাণ ১৫৯৭৪ মেট্রিকটন।  ক্ষতির পরিমাণ টাকার অংকে ৭৯ কোটি ৮৭ লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা ১৫১৭৯ জন।