• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ধর্মপাশা বানভাসিদের কাঠাল বিতরণ করেন ইউএনও

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৮, ২০২২
ধর্মপাশা বানভাসিদের কাঠাল বিতরণ করেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার সাম্প্রতিক বন্যার পর সরকারি বেসরকারী ভাবে প্রধানমন্ত্রীর উপহার ও বিভিন্ন ধরনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। যদিও ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। সুনামগঞ্জ জেলার ধর্ম পাশা উপজেলার ইউএনও বানভাসিদের মাঝে শুরু থেকেই উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এবার তিনি বানভাসিদের ব্যতিক্রমী খাদ্য উপহার দিয়ে অসহায় দরিদ্র জনগোষ্টির প্রশংসা কুড়িয়েছেন। ইউএনও মুনতাসির হাসান পলাশ ধর্ম পাশা উপজেলার বানভাসিদের মাঝে কাঠাল বিতরণ করেন। ভরা ফলের মৌসুমে কাঠাল পেয়ে বানভাসিদের চোখে মুখে খুশির ঝিলিক দেখা দিয়েছে। কারণ এবারের ভয়াবহ বন্যার পর মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে অনাহারে অর্ধাহারে কাটাচ্ছেন । ভাত খেয়ে বেঁচে থাকাই যেখানে কঠিন ফলের আশা তো স্বপ্নের মত। ঠিক এমনই সময়ে ধর্মপাশার ইউএনও তার ব্যাচেমেট গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ইউএনও গোলাম মুর্শেদ এর কাছ থেকে ১২ হাজার কাঠাল উপহার পান। গতকাল সোমবার রাতে গাজীপুর থেকে ট্রাকে ধর্মপাশা এসে পৌঁছে। ২৮ জুন মঙ্গলবার ধর্মপাশার ইউএনও মুনতাসির হাসান পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সিনিয়র সহ সভাপতি মনীন্দ্র তালুকদার, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম পিকে, রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন সহ বানভাসিদের মাঝে কাঠাল বিতরণ করেন।
কাঠাল উপহার পেয়ে বানভাসিদের অনেকেই জানান ঘরে খাবার নেই বসত ঘর ভেঙ্গে বসবাসের অনুপযোগী এ অবস্থায় কাঠাল কিনে খাওয়ার কথা চিন্তাই করিনি ইউএনও সাহেব দেয়ায় খেতে পারছি। তার জন্য দোয়া করি ।