• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভারতীয় মদ,চিনি,কাঁচা সুপারি এবং বাংলাদেশী মটর ডাল আটক করেছে সুনামগঞ্জ বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১১, ২০২২
ভারতীয় মদ,চিনি,কাঁচা সুপারি এবং বাংলাদেশী মটর ডাল আটক করেছে সুনামগঞ্জ বিজিবি
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বাঁশতলা বিওপির টহল দল ১০ এপ্রিল  দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ৯৬০ পিস ভারতীয় কাঁচা সুপারি আটক করে, যার আনুমানিক মূল্য ২ হাজার,৮শ ৮০ টাকা।

বনগাঁও বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের কান্দিরগাঁও নামক স্থান হতে ২৫ কেজি ভারতীয় চিনি আটক করে, যার আনুমানিক মূল্য ২,হাজার টাকা।

বাগানবাড়ী বিওপির টহল দল ১১ এপ্রিল  দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের গাছগড়া নামক স্থান হতে ৫৫ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৮২ হাজার,৫শ টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল ঐদিনই বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের শিলডোয়ার নামক স্থান হতে ২২৫ কেজি বাংলাদেশী মটর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ১১,হাজার টাকা।

আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় চিনি, কাঁচা সুপারি ও বাংলাদেশী মটর ডাল শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।