• ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লন্ডনে নিজ বাড়ির সামনে ময়লা ফেলায় ৪০০ পাউন্ড জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১২, ২০২২
লন্ডনে নিজ বাড়ির সামনে ময়লা ফেলায় ৪০০ পাউন্ড জরিমানা

বিবিএন ডেস্ক:  লন্ডনের ডেগেনহ্যামে নিজের ঘরের সামনে ময়লা ফেলার অভিযোগে এক নারীকে ৪০০ পাউন্ড জরিমানা করেছে কাউন্সিল। আর এই ঘটনাটি ঘটেছে ডেগেনহ্যামে পারর্সলোস এভিনিউ এলাকায়। বাকিং ও ডেগেনহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত নারী নিজের ঘরের সামনে বরাদ্দকৃত বিন ব্যবহার না করে ভুল বিনে ময়লা রাখেন।

কাউন্সিলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কাউন্সিলের ময়লা নেওয়ার মানুষ যখন সেই নারীর ঘরের সামনে যায় , তখন তারা দেখেন ময়লার বিন পূর্ণ। তবে যেখানে যে ময়লা রাখা ছিলো তা সেই বিনে রাখার কথা নয়। ঘর গৃহস্থলির জিনিস রাখা ছিলো ময়লার বিনে। আর পাশে রাখা ছিলো অন্য ময়লা।

কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, এই নারী কাউন্সিলের নিয়ম ভঙ্গ  করেছে তাই তাকে জরিমানা করা হয়েছে। তাই এমন কাজ করা থেকে সবাইকে ব্যহত থাকতে পরামর্শ দিয়েছে কাউন্সিল।

কাউন্সিল থেকে বলা হয়, তাদের কাছে এমন অভিযোগ অনেক আসে। অনেকে গৃহস্থলি ব্যবহার্য জিনিস পত্র রাস্তায় ফেলে। যদি এই গুলো কাউন্সিল ধরতে পারে, তাহলে তাদের জন্যও জরিমানার সম্মুখীন করা হবে।