• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের লড়াই

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২২
তাহিরপুরে চেয়ারম্যান পদে জামাই-শ্বশুরের লড়াই

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে জামাই বনাম শ্বশুরের মধ্যে ভোটের লড়াই জমেছে উঠেছে। প্রার্থী হওয়ার পর থেকেই দুজনেই রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, আর চাইছেন ভোট। ভোটের লড়াইয়ে তারা কেউ কাউকে ছাড় দিতে রাজি নন। তাদের ভোটের লড়াইয়ে এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে।
তারা হলেন- ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার (মেয়ের জামাই)। আর শ্বশুর উপজেলা বিএনপির সহ সভাপতি শামছুজ্জামান আহমেদ।
তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা পড়েছে ৪৮টি।
স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, নির্বাচনে তারা গুরুত্বপূর্ণ না হলেও জামাই-শ্বশুর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় সবাই একটি ভিন্ন ভাবে দেখছেন।
স্বতন্ত্র প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা খাইরুল বাশার বলেন, ‘আমাদের লড়াই নিয়ে নানা আলোচনা-সমালোচনা হলেও আমি এটাকে স্বাভাবিকভাবেই দেখছি। কারণ ইউনিয়নের সাধারণ ভোটাররা আমার সঙ্গে আছেন। আমার অবস্থান ভাল।’
উপজেলা বিএনপির সহ সভাপতি শামছুজ্জামান আহমেদ বলেন, ‘ভোটাররা যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে। জামাই এর আগে দুই বার নির্বাচন করেছে। তাই তার নির্বাচন করার কারণে আমার ভোটের কোনো প্রভাব পড়বে না। আগের নির্বাচনেও তিনি দুই-তিনশত ভোট পেয়েছেন। আশা করি ভোটারগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়ী করবেন।’
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা জানান, এ ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে আপন জামাই-শ্বশুর রয়েছেন। ২২ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।