• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শীতার্তদের পাশে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে – জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২২
শীতার্তদের পাশে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে – জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শীতার্তদের পাশাপাশি করোনা টিকা স্বাস্থ্যবিধি মেনে চলছে সাধারণ মানুষকে সচেতন করে গড়ে তোলার কাজটিও করতে হবে। সুনামগঞ্জে শিক্ষার্থীদের করোনার ভাইরাসের সংক্রমণ রোধে টিকাদান কার্ডক্রম শুরু হয়েছে। এই টিকা গ্রহনের এগিয়ে আসেন এ বিষয়ে সংবাদ পরিবেশন করতে হবে। তিনি আরও বলেন গঠনমূলক সমালোচনা করলে সমাজ দেশ রাষ্ট্র জাতি সামনে এগিয়ে যায়। এই জেলায় সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে জেলার মানুষ সুফল ভোগ করবেন।

বুধবার রাতে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্র শেখর ভদ্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম। এছাড়াও রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।