• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লক্ষীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২১
লক্ষীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

 

এনামুল কবির মুন্না,দোয়ারাবাজার থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় চেয়ারম্যানের কার্যালয়ে সমন্বয় কমিটির এক সভার মাধ্যমে তিনি উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করেন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নব নির্বাচিত সংরক্ষিত সদস্য সফিয়া খাতুন,হোসনেয়ারা বেগম ও পারুল আক্তার ইউপি সদস্য মনোয়ার হোসেন,শুকুর আলী,সোহেল আহমদ মিন্টু,আহসান হাবীব,এমদাদুল হক মামুন,ফারুক মিয়া,নূরুল ইসলাম, ওমন গনী প্রমূখ। এসময় ইউনিয়নেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দায়িত্ব গ্রহন করে জহিরুল ইসলাম বলেন, তিনি এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।গত (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি শপথ গ্রহন করে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন।