ছাতক প্রতিনিধি: সাগরে নৌকা ডুবিতে ইউরোপের স্বপ্ন ধূলিসাৎ হলো ছাতকের এক যুবকের। পরিবারে এখন কান্নার রোল। বন্ধু মহলে চলছে শোকের মাতম ও আহাজারি।
মাহমুদ মিশু ছাতক পৌরসভার নোয়ারাই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার আলকাছ আলীর পুত্র। পরিবারের স্বচ্ছলতা ফিরাতে সে কয়েক মাস আগে বিদেশে পাড়ি জমায়। গত ০৮ ডিসেম্বর ৫ বন্ধু মিলে সাগরপথে মরক্কো থেকে স্পেন যাওয়ার পথে নৌকা ডুবিতে নিখোঁজ হয় ছাতকের এই যুবক মাহমুদ মিশু।অপর চার বন্ধুকে স্থানীয় উদ্ধার কর্মীরা উদ্ধার করলেও মিশুকে জীবিত উদ্ধার করা যায়নি।
শুক্রবার তার লাশ পাওয়া গেছে। মাহমুদ মিশু খুবই নম্র -ভদ্র ও অমায়িক স্বভাবের লোক ছিলো। তার এমন মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।