• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যেও চলে এসেছে’ওমিক্রন’!কোভিডের নতুন ধরনের দুটি কেস শনাক্ত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২১
যুক্তরাজ্যেও চলে এসেছে’ওমিক্রন’!কোভিডের নতুন ধরনের দুটি কেস শনাক্ত

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যের হেলথ সেক্রেটারি জানিয়েছেন, যুক্তরাজ্যে দুই ব্যক্তি নতুন কোভিড এর নতুন সংস্করণ ‘ওমিক্রন’ দ্বারা সংক্রামিত হয়েছে বলে জানা গেছে।
হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ বলেছেন, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এসেক্সের চেমসফোর্ড এবং নটিংহামে কেস দুটি সনাক্ত করেছে।
নতুন এই ধরনটি প্রথমে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং পরে বেলজিয়াম, হংকং ও ইসরায়েল সনাক্ত করা হয়েছে।
বুধবার দক্ষিণ আফ্রিকা কভিদের নতুন ধরণ ‘ওমিক্রন’ সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রথম রিপোর্ট করে। মিঃ জাভিদ বলেছিলেন, যুক্তরাজ্যের যে দুটি কেস ধরা পড়েছে, তা দক্ষিণ আফ্রিকা ভ্রমণের সাথে যুক্ত ছিল।
ওমিক্রনের বিস্তারকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার দেশগুলিতে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ প্রবর্তনের তোড়জোড় শুরু করেছে।
দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো এবং এসওয়াতিনি সহ দশটি দেশ যুক্তরাজ্যের ভ্রমণ লাল তালিকায় রয়েছে যার অর্থ, রবিবার থেকে এ সকল দেশ থেকে আগতদের ১০ দিনের জন্য একটি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।(জনমত)