• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
ছাতকে গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

 

বিবিএন ডেস্ক: ছাতকে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামীর বাড়ির বসতঘর সংলগ্ন বাথরুমের একটি বাঁশের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে গৃহবধূ রেজিয়া বেগম (৩২)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাঁধা নগর গ্রামে। রেজিয়া বেগম রাঁধানগর গ্রামের সিএনজি অটোরিকশা চালক আলী হোসেনের স্ত্রী। এদিকে ওই গৃহবধূর পিতার বাড়ির লোকজনের দাবী এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাতক থানার এস আই আসাদুজ্জামান খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছেন ৷ লাশ উদ্ধারের সময় ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ ও উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ উপস্থিত ছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে তাদের বিয়ে হয়েছে। এর মধ্যে পরিবারে অভাবের তাড়না মেটাতে একবছর মধ্যপ্রাচ্যের ওমানে ছিলেন রেজিয়া বেগম। তাদের কোন সন্তানাদি ও নেই। রেজিয়া বেগম উত্তর খুরমা ইউনিয়নের বড়বিহাই গ্রামের মৃত গাবরু মিয়ার কন্যা। ইতিপূর্বে স্বামী-স্ত্রীর সংসারে অমিলের কারনে সালিশ বৈঠক ও হয়েছে বলে স্থানীয় একাধিক লোক জানিয়েছেন।রেজিয়া বেগমের ভাই নুর মিয়া জানান, তার বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান,ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।।