• ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৬ হিজরি

ছাতকেএস পি পি এম আদর্শ দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদের নতুন সভাপতি শাহ আলম

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
ছাতকেএস পি পি এম আদর্শ দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদের নতুন সভাপতি শাহ আলম

 

ছাতক প্রতিনিধি: ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিলস (এস পি পি এম) আদর্শ দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলম আহমেদ। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নির্বাচিত সদস্যদের মতামতের ভিত্তিতে তাঁকে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত করা হয়। এসময় মাদরাসা পরিচালনা পর্ষদের নব নির্বাচিত অভিভাবক সদস্য আজিজুর রহমান, সফিক আলী, সিরাজ মিয়া, এশাদ আলী, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম, নুরুল হক, সুমাইয়া আক্তার উপস্থিত ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ায় মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা বদরুল আলম আনুষ্ঠানিকভাবে সভাপতি শাহ আলম আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এর আগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মাদরাসা পরিচালনা পর্ষদের সকলনেতৃবৃন্দ। এদিকে সিলেট পাল্প এন্ড পেপার মিলস আদর্শ দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি শাহ আলম আহমেদসহ নির্বাচিত সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম।