• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যে কোভিড রোগিদের সুস্থ করে নিজেই হেরে গেলেন সার্জন ইরফান

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১
যুক্তরাজ্যে কোভিড রোগিদের সুস্থ করে নিজেই হেরে গেলেন সার্জন ইরফান

বিবিএন ডেস্ক:  ডা: ইরফান হালিম ৯ সপ্তাহ করোনাভাইরাসের সঙ্গে লড়েছেন। ৪৫ বছর বয়স্ক চার সন্তানের এই জনক কত লক্ষাধিক রোগিকে সুস্থ করে তোলার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। শুধু নিজেই চলে গেলেন পরপারে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

মৃত্যুর আগে তার স্ত্রী সাইলার বাহুতে ইরফান মাথা রাখেন। তার কানে ভালবাসা ও প্রার্থনার বাণী শুনিয়ে দেন সাইলা। সাইলা জানান মারা যাওয়ার শেষ মূহুর্তে ইরফান দোয়া দরুদ পড়ছিলেন। যখন ব্রিটেনে কোভিডে মৃত্যু হার যখন স্থির ও হাসপাতালে কেউ ভর্তি হচ্ছে না ঠিক এমন সময়ে এই মহানায়ক চিকিৎসকের মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।