• ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই রজব, ১৪৪৭ হিজরি

যুক্তরাজ্যে কোভিড রোগিদের সুস্থ করে নিজেই হেরে গেলেন সার্জন ইরফান

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২১, ২০২১
যুক্তরাজ্যে কোভিড রোগিদের সুস্থ করে নিজেই হেরে গেলেন সার্জন ইরফান

বিবিএন ডেস্ক:  ডা: ইরফান হালিম ৯ সপ্তাহ করোনাভাইরাসের সঙ্গে লড়েছেন। ৪৫ বছর বয়স্ক চার সন্তানের এই জনক কত লক্ষাধিক রোগিকে সুস্থ করে তোলার পর তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। শুধু নিজেই চলে গেলেন পরপারে। এ খবর দিয়েছে ডেইলি মেইল।

মৃত্যুর আগে তার স্ত্রী সাইলার বাহুতে ইরফান মাথা রাখেন। তার কানে ভালবাসা ও প্রার্থনার বাণী শুনিয়ে দেন সাইলা। সাইলা জানান মারা যাওয়ার শেষ মূহুর্তে ইরফান দোয়া দরুদ পড়ছিলেন। যখন ব্রিটেনে কোভিডে মৃত্যু হার যখন স্থির ও হাসপাতালে কেউ ভর্তি হচ্ছে না ঠিক এমন সময়ে এই মহানায়ক চিকিৎসকের মৃত্যুতে তার সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।