নিজস্ব প্রতিবেদক:ছাতকে আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুরস্থ গ্রামে আওলাদ আলী রেজার বাড়িতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, মাস্টার মাফিজ আলী।
উপজেলা যুবলীগ নেতা মাহমুদুর রহমান জুসেফ ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবু বক্কর রাজা’র যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ভিপি, উপজেলা আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, আবুল লেইছ মো. কাহার, আওয়ামীলীগ নেতা আবদুস সামাদ, মাস্টার আবদুল লতিব, আমির আলী, প্রবীণ আওয়ামীলীগ নেতা জুয়াদ আলী, মুরব্বি রইছ আলী, বদর উদ্দিন, আওয়ামীলীগ নেতা শামীম আহমদ, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান, বদর উদ্দীন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওবায়দুর রউফ বাবলু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আবু জাহিদ মো. আবদুল গফফার, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নজির হোসেন লাহিন, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদ হাসান ডালিম, পীরপুর বাজার কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সেক্রেটারি আলা উদ্দিন, আলতাব আলী, আওয়ামীলীগ নেতা আবদুল হেকিম, আনর আলী মেম্বার, রাজন তালুকদার মেম্বার, শ্রমিক নেতা ফখর উদ্দিন, লায়েক চৌধুরী, আবু আহমদ প্রমুখ। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় তিন শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে স্থানীয় পীরপুর বাজারে ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সুন্দর আলীর সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল হক কর্তৃক আওয়ামীলীগসহ সর্বস্থরের জনপ্রিয় নেতা আওলাদ আলী রেজার বিরুদ্ধে কটুক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এ কারণে একজন জনপ্রিয় নেতার মান-সম্মানের হানি ঘটেছে। এমন বক্তব্যের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, জনসম্মুখে এর দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।
আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা তাঁর বক্তব্যে বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে কটুক্তি মুলক যে বক্তব্য দিয়েছে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল হক। এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, তাৎক্ষনিক এমন বক্তব্য শুনে মর্মাহত হয়েছি। এলাকাবাসীকে অবহিত করায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, আজ রোববার (২১ নভেম্বর) যুক্তরাজ্যে যাচ্ছি। সময় স্বল্পতার কারণে সকলকে অবহিত করতে পারি নাই বিষয়টি। এ জন্য দু:খ প্রকাশ করেন। হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যুক্তরাজ্য থেকে ফিরে এসে ইউনিয়নসহ উপজেলাবাসীকে সাথে নিয়ে তাদের দেয়া এমন কটুক্তিমূলক বক্তব্যের জবাব দেয়া হবে। কোন ভাবেই তাদের ছাড় দেয়া হবে না।