নিজস্ব প্রতিবেদক: কেক কেটে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ রহমতুননেছা মার্কেটে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন করা হয়। পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দিন ও সিলেট সদর উপজেলা প্রতিনিধি আক্তার হোসেনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বাষিকর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, দৈনিক ঢাকা প্রতিদিন’র সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক অলিউর রহমান, শিক্ষক রেজ্জাদ আহমদ, আবদুল হামিদ, লিকছন আহমদ, হাফেজ রফিকুল ইসলাম, মতিউর রহমান প্রমুখ।