• ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে স্ত্রীকে ১৮ বার ছুরিকাঘাত করে হত্যা,স্বামী অভিযুক্ত

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২১
ইংল্যান্ডে স্ত্রীকে ১৮ বার ছুরিকাঘাত করে হত্যা,স্বামী অভিযুক্ত

বিবিএন ডেস্ক: ইংল্যান্ডের মিল্টন কিংন্সে স্ত্রী হত্যায় স্বামীকে অভিযুক্ত করা হয়েছে। স্ত্রী হত্যাকারী এই স্বামী ১৮ বার ছুরিকাঘাত করে তার স্ত্রীকে হত্যা করার অপরাধে তাকে দোষী সাবস্ত করেছে আদালত।
গত ৩১ শে জানুয়ারী মিল্টন কিংন্স এর অনিল গিল এর বেরেসফোর্ড ক্লোজ এর বাড়ীর একটি বিনে কালো লাইনারে মোড়ানো এক মহিলার মৃত দেহ উদ্ধার করা হয়।

লুটন ক্রাউন কোর্ট শুনানীতে বলা হয় স্বামী মি: রনজিত গিল ঐদিন রাতে মদ্যপান এবং কোকেন গ্রহনের পর স্ত্রীকে ছুরিকাঘাত করেন ঐ স্বামী।
আগামী সোমবার ৪৭ বছর বয়সী গিল এর দন্ডিত হওয়ার কথা রয়েছে।

যদিও আদালতে গিল নিজেকে নিয়ন্ত্রন করতে পারেননি এবং স্ত্রীরির একটি সম্পর্কের বিষয়ে কথা বললেও আদালত তাকে একটি বিষয়ে অভিযুক্ত করে তিনি তার স্ত্রীকে হত্যা করেছেন।
আদালতের প্রসিকিউটররা বলছেন মি: গিল তার স্ত্রী হত্যার আগের বছরগুলিতে পরিবারিক নির্যাতন করে আসছিলেন। এমন কি তিনি তার স্ত্রীকে মারপিট করতেন, ছুরি দিয়ে হত্যার হুমকি দিতেন, এমনকি স্ত্রীকে সিডি দিয়ে নিচে ফেলে দিয়েছিলেন।

২০১৮ সালেও তাদের বাড়ীতে পুলিশি উপস্থিতি ঘটেছিলো, তবে মিসেস গিল অফিসারদের বলতে পারেননি সেদিন কি ঘটেছিলো।
গিলের বোন তাকে বলেছিলেন যে স্বামী ছেড়ে যেতে কিন্তু তিনি ভয়ে ছিলেন তার স্বামী তাকে খুঁজে বের করে হত্যা করবেন।
হত্যাকান্ডের পর মি: গিল পুলিশকে জানাননি। পরে পুলিশ তাদের বাড়ীর গ্যারেজ থেকে তার লাশ উদ্ধার করে।(ওয়ানবাংলা)