• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে শিক্ষককে সংবর্ধনা দিলো জুনাব আলী ইসলামী একাডেমী তেরাপুর

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২১
ছাতকে শিক্ষককে সংবর্ধনা দিলো জুনাব আলী ইসলামী একাডেমী তেরাপুর

নিজস্ব প্রতিবেদক: ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামের জুনাব আলী ইসলামী একাডেমীর শিক্ষক নজরুল ইসলামকে প্রবাস গমন উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরে একাডেমীতে এ সংবর্ধনা দেয়া হয়। একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাক্তার আবদুস সালামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আলী আহমদ নাঈমের পরিচালনায় প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, একাডেমী পরিচালনা কমিটির সদস্য হাফেজ রফিকুল ইসলাম ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিক্ষার্থী ছুরাইয়া সালাম সামিহা। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদায়ী শিক্ষক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুল ইসলাম, সহকারী শিক্ষিক খলিলুর রহমান, একাডেমীর প্রিন্সিপাল অ্যাডভোকেট ফয়জুল হক, ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: ছাদ আহমদ ও ফারুক আহমদ, গোবিন্দগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন রাজ, আবদুল হেকিম, সোনাহর আলী প্রমূখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পর্তুগাল প্রবাসী নুরুজ্জামান পাপলু, আরফাত আলী মখন মিয়া, আখলুছ আলী, মিয়াধন আলী, হাবিজ আলী, আবদুল লতিফ, শামসুল হক, সৌদিআরব প্রবাসী আবদুল্লাহ, আবদুল মতিন, দুবাই প্রবাসী আবদুল কাদির, ওমান প্রবাসী আবদুল কাশিম, আবদুল কালাম, আবদুল কাহার, আকল মিয়া, বারিক আলী, খলিল মিয়া, হোসাইন আহমদ, বশির মিয়া, আফজল আহমদ, জুনেদ আহমদ, খালেদ আহমদ, শিক্ষিকা সুজিয়া সুলতানা, নিপা বেগম, তাহমিয়া বেগম, তামান্না বেগম প্রমুখ। শেষে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।