• ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট সফরে বিএনপির মহাসচিব

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২১
সিলেট সফরে বিএনপির মহাসচিব

বিবিএন ডেস্ক: একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে একটি ফ্লাইটে সিলেটে আসেন তিনি। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন দলের নেতাকর্মীরা।
সিলেট পৌঁছে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের নিয়ে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি সড়কপথে সুনামগঞ্জের উদ্দেশে রওনা করবেন। সেখানে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি জানান, মাজার জিয়ারতের পর দুপুরের দিকে সুনামগঞ্জে যাবেন দলের মহাসচিব। সিলেটে তার দলীয় কোনও কর্মসূচি নেই।