• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জন্ম ও মৃত্যু নিবন্ধ ৬ মাসের মধ্যে করার তাগিদ দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১
জন্ম ও মৃত্যু নিবন্ধ ৬ মাসের মধ্যে করার তাগিদ দিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন, জন্ম ও মৃত্যুর নিবন্ধসমূহ করলে বিভিন্ন সেবা সহজতর হবে। চলমান জন্ম ও মৃত্যুর নিবন্ধসমূহ সহ যাদের জন্ম ও মৃত্যুর নিবন্ধ হয়নি তাদের আগামী ৬ মাসের মধ্যে করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

চলমান জন্ম ও মৃত্যুর নিবন্ধসমূহ করতে গিয়ে যাতে আরো সহজতর হয় সেদিকে খেয়াল, রাখার আহ্বান জানান।
৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধ দিবস ২০২১ উপলক্ষ্যে ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও এল জি সি মিঠু রঞ্জন দাসের সঞ্চালনায় অংশ নেন সিভিল সার্জন ডা.শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, এফ আই ভিডিবি প্রতিনিধি নজরুল ইসলাম মনজুর, ব্র্যাক জেলা সমন্বয়ক আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র।