• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে ছয় বছর ধরে তালাবদ্ধ মসজিদ

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২১
দোয়ারাবাজারে ছয় বছর ধরে তালাবদ্ধ মসজিদ

বিবিএন ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের হকনগর স্মৃতিসৌধ এলাকায় তালাবদ্ধ মসজিদ। ছবিটি বৃহস্পতিবার তোলা। আজকের পত্রিকা

ইটের গাঁথুনিতে শেওলা পড়েছে। আশপাশে গজিয়েছে আগাছা ও ঝোপঝাড়। দেখে মনে হবে এটি কোনো পরিত্যক্ত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কিন্তু এটি দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের হকনগর শহীদ স্মৃতিসৌধ পর্যটন এলাকার মসজিদ। দেখভাল না থাকায় ছয় বছর ধরে তালাবদ্ধ পড়ে আছে মসজিদটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৩ সালে ৩০ লাখ টাকা ব্যয়ে সরকারি অর্থায়নে এ মসজিদটি নির্মাণ করা হয়। নির্মাণের পর দুই বছর মসজিদটি ব্যবহার করা হয়েছে। এরপর প্রায় ৬ বছর ধরে এই মসজিদে আজান হয় না। তালাবদ্ধ থাকায় মসজিদটি আশপাশের মুসল্লিদেরও কোনো কাজে আসছে না। শুধু আশপাশের মুসল্লি নয়, বাইরে থেকে আসা পর্যটক ও দর্শনার্থীরা এখানে এসে নামাজ আদায় করতে পারেন না তালাবদ্ধ থাকায়।

স্থানীয়রা জানান, হকনগর রেস্ট হাউসের পাশে প্রায় আট বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়। তখন থেকে রেস্ট হাউসের একজন কেয়ারটেকার টানা দুই বছর এই মসজিদে নিজ দায়িত্বে নামাজ পড়াতেন। পরে ওই কেয়ারটেকার রেস্ট হাউস ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় প্রায় ছয় বছর এই মসজিদে নিয়োগ দেওয়া হয়নি ইমাম-মুয়াজ্জিন।

বাংলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ধন মিয়া বলেন, ‘আগে উপজেলা পরিষদের মাধ্যমে একজন লোক দিয়ে এ মসজিদটি পরিচালনা করা হতো। এখন এখানে কোনো লোক নেই। আমরা বেশ কয়েকবার মসজিদটি চালু করার দাবি জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’

বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমেদ চৌধুরী রানা বলেন, ‘এখানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে স্থায়ীভাবে দুজন লোক নিয়োগ দেওয়ার জন্য স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিকের সঙ্গে আলাপ করেছি। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি দেখবেন।’

দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম বলেন, ‘এ বিষয়ে কিছুই বলতে পারব না।’