• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৭, ২০২১
সুনামগঞ্জে গণ টিকাদান কর্মসূচির উদ্বোধন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জে গণটিকাদান কর্মসূচির উদ্বোধ করা হয়েছে। গতকাল  শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জ শহরের বুলচাঁন্দ  উচ্চ বিদ্যালয় কেন্দ্রে   গণটিকাদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সুনামগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায়, জেলার ১১টি উপজেলা ও ৪টি পৌর সভায় একশ গণটিকাদান কেন্দ্রে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এসব টিকাদান কেন্দ্রে প্রতিদিন ২ শত লোককে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও জেলাসদরসহ ১১টি উপজেলায় করোনার টিকাদানে স্থানীয় ২২টি কেন্দ্র চালু রয়েছে।
সূত্র আরো জানায়, সদর উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি কেন্দ্র এবং সুনামগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে একটি করে করোনার অস্থায়ী টিকাদান কেন্দ্র চালু করা হয়েছে।