• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন আনয়নে জেলা সমন্বয়ে দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মাশালা

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২১
জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন আনয়নে জেলা সমন্বয়ে দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মাশালা

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
বুধবার ৪ আগস্ট ২ভ সকাল ৮.টায়  জেলা-ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন, সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজন সমন্বয়ে দিনব্যাপী অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য ও শুভ উদ্বোধন করেন ড. মোঃ আব্দুল মান্নান পিএএ, প্রকল্প পরিচালক, এটুআই।
জেলা ব্র্যান্ডিং- সার্বিক উপস্থাপনা ও ইকমার্স সম্পর্কে ধারনা প্রদান করেন  মোহাম্মদ শামছুজ্জামান, উপসচিব ও কনসালটেন্ট এটুআই। তাছাড়া  মোহাম্মদ শামছুজ্জামান, উপসচিব ও কনসালটেন্ট এটুআই,  রেজুয়ানুল হক জামি, হেড, অব ইকমার্স, একশপ, এটুআই,ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও যুগ্ম প্রকল্প পরিচালক, এটুআই, সেলিনা পারভেজ, যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব), এটুআই, দৌলতুজ্জামান খান, উপসচিব ও স্পেশালিস্ট এটুআই প্রমুখ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বক্তব্য  উপস্থাপন করেন। জেলা প্রশাসক, সুনামগঞ্জ  মোঃ জাহাঙ্গীর হোসেনের সমাপনী বক্তব্যর মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।