• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে দ্বিতীয় বিয়ে করায় বাবাকে কুপিয়ে হত্যা করলো দুই ছেলে

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২১
সিলেটে দ্বিতীয় বিয়ে করায় বাবাকে কুপিয়ে হত্যা করলো দুই ছেলে

বিবিএন ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় তোতা মিয়া (৬৫) নামের বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ ঘটনা ঘটে। নিহত তোতা মিয়া বাঘা কান্দিগাঁও গ্রামের মৃত বতাই মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পরগণা বাজারে তোতা মিয়ার দুই ছেলে রাজিব আহমদ ও তানিম আহমদসহ অজ্ঞাত ৪-৫ জন তোতা মিয়াকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নাম প্রকাশ না করার শর্তে তোতা মিয়ার একাধিক প্রতিবেশী বলেন, সম্প্রতি তোতা মিয়া প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে ছেলেদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এছাড়া তোতা মিয়ার জমিজমা ভাগভাটোয়ারা নিয়েও ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।