• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতক প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২১
ছাতক প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:মহামারি করোনাভাইরাস সংক্রমণরোধে ছাতক প্রেসক্লাবের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত ছাতক পৌরশহরের বিভিন্ন ওয়ার্ডে, গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকায় পৌর সচিব থেকে শুরু করে ব্যবসায়ী, রাজনীতিবীদ, পথচারী, সিএনজি অটো রিকশা চালক, শ্রমিক, ট্রাক চালক, রিকশা চালক, দিন মজুর, রেস্টুরেন্টের মহাজন-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও করোনা ভাইরাস থেকে নিজেদের নিরাপদ রাখতে ১২শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
ছাতক প্রেসক্লা‌ব সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন তালুকদারের নেতৃত্বে ও তার অর্থায়‌নে মাস্ক বিতরণীতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাঈদ আহমদ, সদস্য নাজমুল ইসলাম, মুশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। করোনা সংক্রমনরোধে সরকারের দেয়া সকল বিধিনিষেধ মেনে চলতে সকলের প্রতি আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দরা। সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ শেষে প্রেসক্লা‌ব সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন তালুকদার বলেন, করোনা মহামারি সংক্রমন প্রতিরোধে আমাদের প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানতে হবে সরকারের সকল বিধি নিষেধ। সরকারের পাশাপাশি করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ও অসহায় মানুষের দু:খ লাঘবে সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।