• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে সেন্ডেল পরে গাড়ী চালালে ৫ হাজার পাউন্ড জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২১
ইংল্যান্ডে সেন্ডেল পরে গাড়ী চালালে ৫ হাজার পাউন্ড জরিমানা

রেজাউল করিম মৃধা: সমগ্র ব্রিটেন জুড়ে সড়ক দুঘর্টনা দিন দিন বেড়েই চলছে। দুঘর্টনা কমাতে কাজ করছে সরকার, এরই ধারাবাহিকতায় বিশেষজ্ঞগণদের পরামর্শ নেয়া হচ্ছে প্রতিদিন । বিশেষজ্ঞরা যে সব কারন গুলি খুঁজে পেয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে গাড়ী চালক বা ড্রাইভার জুতা না পরে সেন্ডেল বা স্লিপার বা অনেক নারী হাইহিল পরে গাড়ী চালান। এর ফলে রোড এক্সিডেন্ট বেশী হচ্ছে।

ওয়েলস এর ড্রাইভিং আইনের ৯৭ ধারায় এখন থেকে কেউ সেন্ডেল, স্লিপার কিংবা হাইহিল পরে গাডী চালালে তাকে পাঁচ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে।

এছাড়া ওয়েলসে রোড়ের গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার করা হচ্ছে। এছাড়া মোবাইল ফোনে কথা বললে পয়েন্ট যাবে এমন কি আপনার লাইসেন্স হারাতে পারেন। সাধারনত এক্সিডেন্ট হয় অন্য মনস্ক বা অসাবধানতার ফলে । গাড়ী চালাতে আরো সর্তকতা অবলম্বন করতে হবে ড্রাইভারদের। নিজের সামান্য ভুলের জন্য নিজের জীবন যেমন হতে পারে বিপন্ন তেমনি অন্যের জীবনও হতে পারে ভয়াবহ ক্ষতিগ্রস্ত।

ওয়েলস অনলাইন এবং দি মিরর বরাত দিয়ে সকল ড্রাইভারকে এই সর্তকতা দেওয়া হচ্ছে। এই আইন ওয়েলসে শুরু হলেও পর্যায়ক্রমে সমগ্র ব্রিটেন জুড়েই কার্যকর করা হতে পারে।