• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত 

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৮, ২০২১
রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর ক্লাব এসেম্বলি অনুষ্ঠিত 
লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ; রোটারি ক্লাব অফ সিলেট ইম্পেরিয়াল এর নিয়মিত সাপ্তাহিক মিটিং এবং নতুন কমিটির (২০২১-২২)  ক্লাব এসেম্বলি সম্পন্ন হয়েছে।

রোটারিয়ান হাসান কবীর চৌধুরীর বাসায় ক্লাব মিটিং এবং নতুন কমিটির ক্লাব এসেম্বলিতে সকল সদস্য উপস্থিত ছিলেন।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লেঃকঃ এম আতাউর রহমান পীর এবং উনার সহধর্মিণী  মিসেস ফিরোজা রহমান।

২০২০-২১ এর প্রেসিডেন্ট রোটারিয়ান ফয়সল আহমদ আলীর সভাপতিত্বে সাপ্তাহিক সভার কার্যক্রম শুরু হয় এবং এরপরে ক্লাব এসেম্বলিতে লেঃকঃ এম আতাউর রহমান পীর উনার বক্তব্যে নতুন সদস্যদের প্রতি দিক নির্দেশনা মুলক এবং ক্লাবের পরিচালনার নিয়মাবলী  সংক্রান্ত আলোচনা করেন।
অনুষ্টানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন রোটারিয়ান  তাহমিনা হাসান চৌধুরী এবং রোটারিয়ান  জাকিয়া তাহমিনা রিপা।
সভা শেষে ২০২১-২২ প্রেসিডেন্ট রোটারিয়ান হাসান কবীর চৌধুরীর সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান জিননুন আহমদ চৌধুরী, সাদিকুর রহমান, সুমন হোসেন, তোফায়েল আহমদ, আহমদ রুখসান, শাহ মুর্শেদ, মনসুর আহমদ, সৈয়দ রাখিব হায়দার, সালেহ আহমদ, রাহিয়ান জানান তামিম প্রমুখ।