• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতকে প্রীতি ফুটবল ম্যাচ:উপজেলা একাদশকে হারিয়ে থানা একাদশ বিজয়ী

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৫, ২০২১
ছাতকে প্রীতি ফুটবল ম্যাচ:উপজেলা একাদশকে হারিয়ে থানা একাদশ বিজয়ী

ছাতক প্রতিনিধি:ছাতক থানা ও উপজেলা ফুটবল একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রীতি এ ম্যাচটি শনিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। নির্ধারিত এক ঘন্টা সময়ের দ্বিতীয়ার্ধে উপজেলা ফুটবল একাদশের জ্বালে পর পর দু’টি গোল করেন থানা ফুটবল একাদশের দু’খেলোয়াড়। দেড় ঘন্টা খেলা শেষে ০২-০ গোলে বিজয় লাভ করে ছাতক থানা ফুটবল একাদশ। প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হায়াতুন নবী। ছাতক থানা পুলিশ একাদশের টিম ম্যানেজারের দায়িত্বে ছিলেন সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল বিল্লাল হোসেন। থানা ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন, সহ অধিনায়ক ছিলেন, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এবং গোল রক্ষক ছিলেন, সোলেমান মিয়া। অপর দিকে, ছাতক উপজেলা ফুটবল একাদশের অধিনায়ক ছিলেন কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ আলম এবং সহ-অধিনায়ক ছিলেন মামুন মিয়া। পরে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ।