• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সাথে জিএম’র বৈঠক

bilatbanglanews.com
প্রকাশিত মে ৩০, ২০২১
ছাতকে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের সাথে জিএম’র বৈঠক

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিসের নানা অনিয়নের বিরুদ্ধে ক্ষুব্দ হয়ে উঠে গোবিন্দগঞ্জ এলাকাবাসী। এক পর্যায়ে তারা (৬ মে) গোবিন্দগঞ্জ পয়েন্টে পল্লী বিদ্যুতের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভার উদ্যোগ নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জি.ম) সুজিৎ কুমার বিশ্বাস ও পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিসের পরিচালক সুয়েব আহমদের অাশ্বাসে মানববন্ধন ও প্রতিবাদ সভা স্থগিত করা হয়।

দীর্ঘ আশ্বাসের পর (৩০ মে) রোববার বেলা ৩টায়
ছাতকের গোবিন্দগঞ্জে শাহজালাল ইসলামী একাডেমি তকিপুরে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ ছাতক জোনাল অফিসের পরিচালক সুয়েব আহমদের সভাপতিত্বে বৈঠকে পল্লী বিদ্যুতের বিভিন্ন অনিয়মসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন, মাস্টার মাফিজ আলী, মাস্টার আবদুল লতিফ, আবদুল মতিন, হাফেজ মাওলানা আবদুল হাই, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক এম, এ গফফার, গিয়াস মিয়া, ফটিক মিয়া, হুসাইন আহমদ লনি মেম্বার, কমর উদ্দিন রাজু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, দ্বীনুল ইসলাম শ্যামল, রাসেল ওয়াহিদ, রাকিব উদ্দিন বাবলু, হাবিবুর রহমান বাবলু, সায়েস্তা তালুকদার রবি, মোস্তাকিম, কয়েছ, মিলন, ইলেক্টিশিয়ান সুনামগঞ্জ জেলার সভাপতি রহিম আলী, সাধারণ সম্পাদক বিধান দে, সাংগঠনিক সম্পাদক বখতিয়ার আহমদ, সদস্য আখতার আহমদ, বিশ্বজিৎ মালাকার, গিয়াস উদ্দিন, আলেক মিয়া প্রমুখ।

সকল গ্রাহকদের বক্তব্য শ্রবন শেষে সমাধানের আলোকে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) সুজিৎ কুমার বিশ্বাস। এসময় ছাতক জোনাল অফিসের ডিজিএম মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে পল্লী বিদ্যুৎ সংক্রান্ত সকল প্রকার সমস্যার কথা পরিচালক সুয়েব আহমদের মাধ্যমে অবহিত করার জন্য জিএম সকলের প্রতি আহবান জানান।