• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

দিরাই শাল্লা সড়কের দাবীতে রাজপথে ভুক্তভোগীরা

bilatbanglanews.com
প্রকাশিত মে ২৪, ২০২১
দিরাই শাল্লা সড়কের দাবীতে রাজপথে ভুক্তভোগীরা

লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: দিরাই শাল্লা সড়ক। ২০১১ সালে নির্মাণ কাজের উদ্বোধন করেন তৎকালীন এমপি সুরঞ্জিত সেনগুপ্ত। কাজের শুরু থেকেই ধীরগতি থাকায় সাত বছরেও প্রকল্পের কাজ শেষ করা যায়নি। ২০১৭ সালের জুনে অসমাপ্ত অবস্থায়ই সমাপ্ত ঘোষণা করা হয় সুনামগঞ্জের দিরাই-শাল্লা সড়ক নির্মাণ প্রকল্প। আদতে সে সড়ক স্থানীয় জনগণের কোনো কাজেই আসেনি। কিন্তু কাজের সমাপ্তের চার বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত দিরাই শাল্লা সড়কের নির্মাণ কাজের জন্য নতুন কোনো প্রকল্প অনুমোদন পায়নি।
এই অনুমোদানের জন্য স্থানীয় এমপি জয়াসেন গুপ্তা একাধিকবার সংসদে উত্থাপন করেছেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারনে বারবার প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয় থেকে জেলা ও বিভাগীয় অফিসে ফিরে আসছে। এছাড়াও প্রকল্পে ভূমি অধিগ্রহনের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাবনা রাখায় তা মন্ত্রণালয় নাকচ করে পুন প্রস্তাবনা দাখিল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে দিরাই শাল্লা সড়কের দাবীতে বিভিন্ন কর্মসুচি ঘোষণা দিয়েছেন দিরাই শাল্লাবাসী। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিরাই শাল্লা সড়কের দাবী জানিয়েছেন সচেতন জনগন। ফেসবুকে এই দাবী ভাইরাল হয়ে যাওয়ায় শাল্লা “অধিকার আদায়ের” সংগঠন শাল্লার সর্বস্তরের জনগনের ব্যানারে বিশাল মানববন্ধনের ডাক দিয়েছে। এই মানববন্ধনে উপজেলার প্রায় ১০ হাজার মানুষ অংশ গ্রহন করতে পারে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক বকুল আহমেদ তালুকদার।
তিনি জানান, মঙ্গলবার  সকাল সাড়ে ১১ টায় আমাদের অধিকার আদায়ের সংগঠনের উদ্যোগে মানববন্ধন পালন করা হবে। এই মানববন্ধনে একাত্মতা পোষন করেছেন শাল্লার সর্বস্তরের জনগন। আর এই দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসুচি ঘোষণা করা হবে। শুধু তাই নয় এই মানববন্ধন থেকে বলতে চাই কাজের শুরুতে যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের সমাপ্তি না করেই ৯৯ কোটি টাকা বিল উত্তোলন করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এড. সুবির নন্দী দাস বলেন, স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও কোনো উন্নয়নের ছোয়া লাগেনি আমাদের দিরাই শাল্লায়। দেশে এত উন্নয়ন হওয়া সত্ত্বেও ভাটির এই দুই উপজেলার সহজ সরল মানুষেরা দিন দিন উন্নয়ন বঞ্চিত হচ্ছেন। এমনকি দিরাই শাল্লা এই দুই উপজেলার সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ২০১১ সালে নির্মাণ কাজ শুরু করা হয়। আর রাজনৈতিক প্রতিহিংসার কারনে ২০১৭ সালে এসে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়।
এরপর স্থানীয় এমপি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা বারবার আশ্বাস দিয়েও বাস্তবায়ন করতে পারেননি। তাই দিরাই শাল্লার মানুষ দাবী আদায়ে যে আন্দোলনের ডাক দিয়েছে এটার সাথে আমি একমত পোষণ করছি। এমনকি এই দাবী আদায়ের জন্য আমরা ঢাকা শহরে বিভিন্ন কর্মসুচি পালনের উদ্যোগ নিচ্ছি। এবিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ২০১৮ সালের বন্যায় দিরাই-শাল্লা সংশ্লিষ্ট সড়ক বাঁধের বেশকিছু অংশ ভেঙ্গে যায়। ফলে দিরাই উপজেলার সঙ্গে শাল্লার যোগাযোগ হয়ে পড়ে বিচ্ছিন্ন। বর্তমান অবস্থা বিবেচনায় সড়কটির পেভমেন্ট পূননির্মাণ করা প্রয়োজন। প্রস্তাবিত সড়কটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে ও তা স্থানীয়দের দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে। তবে নতুন প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে।