• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মাত্র ৫৩৫ পাউন্ডের ধার পরিশোধ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী!

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৫, ২০২১
মাত্র ৫৩৫ পাউন্ডের ধার পরিশোধ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী!

বিবিএন নিউজ ডেস্ক: মাত্র ৫৩৫ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬৪ হাজার টাকা) ধারের অর্থ পরিশোধ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ কারণে কাউন্ট্রি আদালত থেকে তার বিরুদ্ধে একটি জাজমেন্ট দেওয়া হয়েছে।বুধবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।বরিস জনসনের ঠিকানা হিসেবে ১০ ডাউনিং স্ট্রিট উল্লেখ করে আদালতের আদেশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর এই পরিমাণ অর্থ ধার করেছিলেন তিনি। তবে এখন পর্যন্ত ধারের ধরন কিংবা পাওনাদারের বিষয়ে কিছু জানা যায়নি।এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র বলেছেন, ‘আমরা রিপোর্টটি দেখেছি এবং এই ইস্যুতে কাজ করছি।’ বিষয়টি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নেরও সরাসরি জবাব দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি।ব্রিটেনের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ‘জাজমেন্ট দেয়ার অর্থ হলো আদালত আপনার ঋণের বিষয়ে নিশ্চিত।’ আর তা পরিশোধ করা না হলে বাড়িতে সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি উপস্থিত হতে পারেন।ওয়েবসাইটে আরও বলা হয়, সঠিক সময়ে ঋণ পরিশোধ করা না হলে ঋণগ্রহিতাকে আদালতে ডাকা হতে পারে এবং এজন্য অতিরিক্ত অর্থও গুনতে হতে পারে।(ব্রিট বাংলা)