• ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে রিকসা চালক বন্ধুকে খুন করেছে আরেক বন্ধু রিকসা চালক

bilatbanglanews.com
প্রকাশিত মে ৮, ২০২১
সুনামগঞ্জে রিকসা চালক বন্ধুকে খুন করেছে আরেক বন্ধু রিকসা চালক

লতিফুর রহমান রাজু’  সুনামগঞ্জ:পৌর শহরের পৌরসভার সামনে পূর্ব শত্রুতার জেরে রিস্কা চালক শুকুর আলীকে (২০) খুন করেছে তার বন্ধু আরেক রিস্কা চালক শাকিল মিয়া।
শনিবার (০৮ মে) দুপুরের দিকে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে ঐ ঘটনা ঘটে।
নিহত শুকুর আলী সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত সেজলু মিয়ার ছেলে।
স্থানীয় জানায়, এক সময় নিহত শুকুর ও শাকিল খুব ভালো বন্ধু ছিল কিন্তু গত ছয়মাস আগে শুকুরের সাথে শাকিলের দ্বন্ধ দেখা দেয়, পরে শুকুর আর শাকিলের ঐ বন্ধুত্ব ভয়ংকর রুপে শত্রুায় পরিণত হয়। প্রতিদিনের মত নিহত শুকুর আলী রিস্কা নিয়ে বাসা থেকে বের হয়ে পৌরসভার সামনে গেলে পিছন থেকে ঘাতক শাকিল তাকে ধারালো চুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে আঘাত করতে থাকলে শুকুর রিস্কা থেকে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাকিল ও শুকুর পেশায় দুজনেই রিস্কা চালক।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, চুরিকাঘাত করে রিস্কা চালকে খুন করা হয়েছে, আমরা ঘটনাস্থলে পুলিশ পাটিয়েছি, ঘাতক শাকিল কে ধরার জন্য আমরা অভিযান চলছে।