সুনামগঞ্জ জেলার বোরো ধান কর্তনের অগ্রগতি বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়।
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। প্রকৃতি অনুকুলে থাকায় কৃষক গণ কোন দুশ্চিন্তা ছাড়াই ধান গোলায় তুলতে পারায় কৃষক দের মূখে এখন হাসির ঝিলিক দেখা যাচ্ছে।
জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সূত্রের মতে এ বছর আবাদ কৃত জমির পরিমাণ ২ লক্ষ ২৩ হাজার ৩৩০ হেক্টর। আর লক্ষমাত্রা ছিল ৮ লক্ষ ৮৫ হাজার মেট্রিক টন। ইতিমধ্যেই ৯৮%ভাগ ধান কর্তন হয়েছে। এবার লক্ষমাত্রার চেয়ে বেশী অর্থাৎ ৯ লক্ষ মেট্রিক টন ধান হবে বলে কৃষি বিভাগ আশাবাদী। উৎপাদিত ধানের বাজার মূল্য ৩ হাজার ৫শ কোটি টাকা।
কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর ৭০% ভর্তুকি মূল্যে মোট ১১৫টি কম্পাইন্ড হারভেস্ট্রার মেশিন কৃষক দের বিতরণ করেন। এছাড়াও মোট পুরাতন মিলিয়ে ৩০৭টি কম্পাইন্ড হারভেস্ট্রার মেশিন ধান কর্তন করে।১৯টি রিপার মেশিন ও অনুরূপ বিতরণ করেন। মোট ২ লক্ষ ৩০ হাজার শ্রমিক কাজ করে। এর মধ্যে অন্য জেলা থেকে ৯৮৭০জন শ্রমিক আনা হয়।
সুনামগঞ্জ জেলার ধান কর্তন বিষয়ে ৩ মে বিকাল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাাংবাদিকদে সাথে মত বিনিময়ের সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক ফরিদুল হাসান এসব তথ্য তুলে ধরেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জসীম উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা।