• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আপন দুইভাই নিহত, আহত ৩

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২১
সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আপন দুইভাই নিহত, আহত ৩

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:: সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আপন দুইভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঁরা হলেন, দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের মৃত আব্দুল মনাফের পুত্র ফখরুল ইসলাম (৫০) ও ফজলুল করিম (৪৮)। বুধবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে মধুরাপুর গ্রাম সংলগ্ন কালিয়াকুটা হাওরের লামার বন্দে এ ঘটনা ঘটে। এ সময় তাদের সঙ্গীয় আরও তিনজন ধানকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁরা হলেন, একই গ্রামের সাজনুর মিয়া, হাবিব হোসেন ও লাদেন মিয়া। আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ (বুধবার) সকালে নিহত ফজলুল করিমের জমির পাকা ধান কাটতে যান তারা। ধান কাটতে থাকা অবস্থায় হালকা বাতাস ও বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের কবলে পড়ে ফখরুল ইসলাম ও ফজলুল করিম ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।