• ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২০, ২০২১

 

বিবিএন নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের দ্বিতীয় দফা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লকডাউনের বিধিনিষেধ মেনে না চলায় ছাতকে ১২ জনকে বিভিন্ন পরিমাণের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দিনব্যাপী ছাতকের বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল। দিনব্যাপী এ অভিযানে মোট ৬হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মাস্ক ব্যবহার না করা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অপরাধে ১২টি মামলা দায়ের করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিধিনিষেধ পালনে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। বৈশ্বিক এ সংকট মোকাবেলায় সরকারের বিধিনিষেধ মেনে সকলকে এগিয়ে আসতে হবে।