• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

কেন্দ্রীয় বিএনপি নেতা মিজান চৌধুরী সপরিবারে করোনায় আক্রান্ত

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৬, ২০২১
কেন্দ্রীয় বিএনপি নেতা মিজান চৌধুরী সপরিবারে করোনায় আক্রান্ত

ছাতক প্রতিনিধি : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজান সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন।

বর্তমানে তারা সিলেটের নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে সোমবার রাতে নিশ্চিত করেছেন ছাতক যুবদলের আহ্বায়ক সদরুল আমিন সোহান।

তার পরিবারের দেওয়া তথ্যমতে, গত শনিবার মিজান চৌধুরী, তার স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও ছেলে মেহজিব মিজান চৌধুরী করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। সোমবার তাদের সবার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মিজানুর রহমান চৌধুরী জানান, তার করোনা রিপোর্ট পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পাশাপাশি তার স্ত্রী, সন্তানও শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি দেশ-বিদেশে সবার কাছে দোয়া চেয়েছেন।