• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে তৃতীয় লিঙ্গের স্বর্ণালিকে হত্যাচেষ্টা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৪, ২০২১
তাহিরপুরে তৃতীয় লিঙ্গের স্বর্ণালিকে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শ্বাসরোধ করে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় তৃতীয় লিঙ্গের মহুয়া আক্তার স্বর্ণালিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করেছেন। এর পর লিখিত অভিযোগ পেলেই আইনিব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

স্বর্ণালি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তসংলগ্ন বড়ছড়া গ্রামের বাসিন্দা।

সোমবার ভিকটিমের বরাত দিয়ে পরিবারের লোকজন জানান, পরিবার হতে বিচ্ছিন্ন হয়ে উপজেলার সীমান্ত জনপদ লাউরগড়ের হজরত শাহ আরেফিন (রহ.) আস্তানা এলাকায় বসবাস করে আসছিলেন তৃতীয় লিঙ্গের স্বর্ণালি।

ওখানকার স্থানীয় কয়েকজন যুবক বেশ কিছু দিন ধরেই তৃতীয় লিঙ্গের সংগঠনের সদস্য করার জন্য চাঁপ দিচ্ছিলেন স্বর্ণালিকে।

এরপর রোববার রাতে তৃতীয় লিঙ্গধারী হিসাবে অজুহাত তৈরি করে লাউরগড় এলাকায় জাদুকাটা নদীর শূন্য রেখা বরাবর কয়লা উক্তোলনে বিজিবির কাছে তদবীরের জন্য চাপ প্রয়োগ করেন যুবকরা স্বর্ণালীকে।

তদবিরে সায় না দেওয়া ও সংগঠনের সদস্য না করায় ক্ষুব্ধ হয়ে যুবকরা তুচ্ছ ঘটনার জেরে গত রোববার রাত ৮টার দিকে স্বর্ণালির বসতঘরে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালানো হয়।

একপর্যায়ে শারীরিক নির্যাতনের পর গলায় রশি লাগিয়ে স্বর্ণালিকে হত্যাচেষ্টা করা হয়। পরে এলাকাবাসী স্বর্ণালিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠায়।