• ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রানী এলিজাবেথের শুভেচ্ছা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২২, ২০২১
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রানী এলিজাবেথের শুভেচ্ছা

বিবিএন নিউজ ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বৃটেনের রানী এলিজাবেথ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে রোববার লেখা এক চিঠিতে রানী এলিজাবেথ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিটি পেতে বাংলাদেশ মিশন রাণীর ব্যক্তিগত অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছিলো। রানী তার বার্তায় বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিশেষ উৎসবে খুশির সঙ্গে আপনাকে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, দু’দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে, সেটি আমাদের সম্পর্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল। রানী বলেন, গত বছর একটি সমস্যা-সঙ্কুল বছর পার করেছি আমরা।

আশা করি, বৈশ্বিক স্বাস্থ্যেও ওই চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সক্ষম হবো এবং ভবিষ্যতে আরও ভালো সময় আসবে।