• ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

টিকা নেওয়ার ২ দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২০, ২০২১
টিকা নেওয়ার ২ দিন পর পাকিস্তানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক : টিকা নেওয়ার ২ দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২০ মার্চ) পাক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

টুইটবার্তায় ডা. ফয়সাল সুলতান বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।

পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ডা. ফয়সালের টুইটটি রিটুইট করা হয়েছে।

পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, টিকা নেওয়ার দু’দিন পর ইমরান খানের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এলো। শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে, করোনার তৃতীয় ঢেউ রুখতে দেশবাসীকে স্বাস্থ্য বিষয়ক গাইডলাইন মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেন ইমরান খান।