• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট,হিন্দু যুবক গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
সুনামগঞ্জে আল্লামা মামুনুল হককে নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট,হিন্দু যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপক্তিকর অশালীন মন্তব্য করায় সুনামগঞ্জের শাল্লায় সনাতন (হিন্দু) ধর্মালম্বী ঝুমন দাস আপন (২৫) নামে এক যুবক গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে শাল্লা থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব্যাক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপক্তা আইনে মামলা নেয়ার বিষয়টি প্রক্রিয়াদীন রয়েছে।
গ্রেফতারকৃত ঝুমন দাস আপন শাল্লা উপজেলার হাবিবপুর ইউনিয়নের নোওয়াগাঁও গ্রামের প্রয়াত গোপেশ দাসের পুত্র।


শাল্লা থানার ওসি আরো জানান, সোমবার জেলার দিরাই পৌর শহরের ষ্টেডিয়ামে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলনে হেফাজতে ইসলাম যুগ্ন মহাসচিব দেশ বরণ্যে আলেম আল্লামা মামুনুল হক বক্তব্য রাখেন। ,
এরপর থেকেই ‘ঝুমন দাস আপন’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিজের আইডি থেকে আল্লামা মামুনুল হককে নিয়ে আপক্তিকর অশালীন মন্তব্য লিখে পোষ্ট করেন।
তার পোষ্টের পরপরই কমেন্ট বস্কে সনাতন ধর্মালম্বী বিভিন্ন শ্রেণি পেশার লোকজনও নানা বিরুপ মন্তব্য করতে থাকেন।


এনিয়ে ধর্মপ্রাণ আলেম উলামা সহ নানা শ্রেণি পেশার লোকজনের মধ্যে তীব্র অসন্তোস ও চরম উক্তেজনা দেখা দেয়।
বিষয়টি আইনশৃংখলা বাহিনী সহ সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের নজরে আসলে তাকে গ্রেফতারে অভিযানে নামেন শাল্লা থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শাল্লার শাশখাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।,