• ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন সাকিব

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৩, ২০২১
নিজ অর্থায়নে মসজিদ নির্মাণ করলেন সাকিব

 

ক্রীড়া ডেস্ক :মাগুরার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানা বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। গত বছরের শেষদিকে কলকাতার এক কালীপূজার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে কম সমালোচনা হয়নি। এমনকি ফেসবুক লাইভে এসে সিলেটের এক ব্যক্তি হত্যার হুমকি পর্যন্তও দিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

তবে সাকিব এবার প্রমাণ করলেন, নিজের ধর্মের প্রতি তার টান কতটুকু। মাগুরার আলোকদিয়ার বাড়াশিয়া গ্রামে নানা বাড়ি এলাকায় একটি মসজিদ নির্মাণ করলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

শুরু থেকেই সাকিব বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছেন। তবে তারকা ক্রিকেটার বলে কথা। তাই ইতোমধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই জেনে গেছেন।

মসজিদটি নির্মাণ করতে খরচ হয়েছে আনুমানিক ৩০ লাখ টাকার মতো। এ নিয়ে কথা বলার জন্য সাকিবের বাবা মাশরুর রেজার সাথে যোগাযোগ করেছিলেন গণমাধ্যমকর্মীরা। তবে তিনি কিছু বলতে রাজি হননি।