• ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৭ই রমজান, ১৪৪৪ হিজরি

ওমানে গাড়িচাপায় বাংলাদেশি প্রবাসী নিহত

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৩, ২০২১
ওমানে গাড়িচাপায় বাংলাদেশি প্রবাসী নিহত

বিবি এন আন্তর্জাতিক নিউজঃ  ওমানের সালালাহ নগরীতে প্রাইভেটাকারের চাপায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল্লাহ আল নোমান(২৭)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওহিদুর রহমানের নতুন বাড়ির ওহিদুর রহমানের ছেলে।

নিহতের মামা আবুল খায়ের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নোমান সালালাহ নগরীতে সড়কে হাঁটার সময় ফোনে কথা বলছিল। ওই সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়।

পরে তাকে উদ্ধার করে সুলতান কাবুস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।